শুধু কি একরকম অ্যাডই চালু রাখা যায়?যদি সম্ভব হয় তবে ১৮+ এর পাশাপাশি পপ ও চালু রাখুন।তাহলে ইনকামের পরিমান বেড়ে যাবে।
Riju#123, ভাই, ২৪ ঘন্টার মধ্যে দ্বিতীয়বার লগ-ইনে ক্রেডিট দেওয়া হয় না। তবে, গত কয়েকদিন থেকে চেষ্টা করছি সাইটের কোড ইমপ্রুভ করে কিভাবে দিনের প্রথম লগ-ইনে ক্রেডিট দেওয়া যায়।সফল হলেই সাইটে ঘোষনা করে দেব। ধন্যবাদ।
@tutulbba সেটার কথা ভেবেছিলাম, তবে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ক্রয়ের উদ্দেশ্যে টাকা পাঠানোর কোনো সহজ উপায় জানা নেই। Paypal বা payTM এর মাধ্যমে টাকা ট্রান্সফারের কোনো পদ্ধতি আছে কিনা আমি জানি না। আমি এবং শরদিন্দু ওই দুটি পদ্ধতিই জানি। অন্য কোনো সহজ উপায় থাকলে জানাবেন। যদি সম্ভব হয়, সে প্রচেষ্টাও করা যেতে পারে। তবে আপনি profile এ গিয়ে ad support চালু করতে পারেন। এতে দিনে কমপক্ষে ৩ ক্রেডিট পাবেন একদম ফ্রি, আর যে রকম পেজ সার্ফ করবেন, সে রকম অ্যাড ক্রেডিট জমা হবে যা পরে আপনি ক্রেডিটে পরিবর্তন করতে পারবেন।